ঢাকা, বুধবার, ২৬ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে ভোলা নদীতে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
সুন্দরবনে ভোলা নদীতে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

বাগেরহাট: সুন্দরবনের ভোলা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ কাঠ ব্যবসায়ী ও ট্রলার মালিক মনোয়ার হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সুন্দরবনের খারছিলা এলাকায় জেলেদের জালে আটকালে মরদেহটি উদ্ধার করা হয়। মনোয়ার বাগেরহটের মোরেলগঞ্জ উপজেলার পিসি বারুইখালী গ্রামের মোনাফছের হাওলাদারের ছেলে।

 

বাগেরহাট ফায়ার সার্ভিস ও ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, রোববার (১৩ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে মোংলা থেকে কাঠ নিয়ে নিজের ট্রলার চালিয়ে বাড়ি ফেরার পথে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন মনোয়ার। তাকে উদ্ধার করতে সোমবার (১৪ অক্টোবর) ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান শুরু করে। মঙ্গলবার সকালে জেলেদের জালে আটকা পড়ে মনোয়ারের মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।  
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোলা নদীতে নিখোঁজ মনোয়ারের মরদেহ পাওয়া গেছে। তার মৃত্যুর বিষয়ে কারো কোনো অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।