বুধবার (১৬ অক্টোবর) ভোর রাতে জেলার সদর উপজেলার খোয়াজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল মাদারীপুর সদর উপজেলার ঝাউকান্দি এলাকার আইয়ুব আলীর ছেলে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিদার পরিবহনের একটি বাস খুলনা যাচ্ছিল। ভোরে মাদারীপুরের খোয়াজপুর এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি খাদে পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ও ২০ জন আহত হয়।
মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আমজেদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধারে অংশ নেয়। দুর্ঘটনায় এক যাত্রী মারা গেছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
আরএ