ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় ১ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় ১ জনের মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় আল মামুন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার শিপাহীপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন সদর উপজেলার কায়েতপাড়া মোলানীপাড়া এলাকার আজিজুলের ছেলে এবং ট্রাকচালক।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মামুন তেঁতুলিয়ার তিরনইহাট লেবার শ্রমিক ইউনিয়ন থেকে লেবার নিয়ে পাথর লোডের জন্য বদলি চালক হিসেবে ট্রাক নিয়ে বাংলাবান্ধায় যাচ্ছিলেন। এসময় সকালের খাবার খেতে শিপাহীপাড়া বাজারে নামলে পেছন থেকে আসা অপর একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।  

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আফিফা জিন্নাত আফি তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।