ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

বান্ধবীর সহযোগিতায় কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
বান্ধবীর সহযোগিতায় কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার ৩

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর নবীনগর এলাকায় (১৬) বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরীর বান্ধবীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ওই কিশোরীকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেফতার তিনজন হলেন- সজিব, মিন্টু এবং ওই কিশোরীর বান্ধবী।

 

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মশিউর রহমান বাংলানিউজকে জানান, গত শুক্রবার (১১ অক্টোবর) রাতে ধর্ষণের শিকার কিশোরীর বান্ধবী তাকে ডেকে নবীনগর এলাকার একটি ফাঁকা বাসায় নিয়ে যায়। সেখানে সজিব, মিন্টুসহ আরও একজন তাকে গণধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার (১৫ অক্টোবর) ওই কিশোরীর পরিবার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। মামলা নম্বর ৩২।  

এ মামলায় সজিব, মিন্টু এবং ওই কিশোরীর বান্ধবীকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর এক আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি মশিউর।
 
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।