বুধবার (১৬ অক্টোবর) সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে যে দ্বায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠার সঙ্গে পালনের জন্য, আমি কাজ দিয়ে তা প্রমাণ করতে চাই।
এসময় বিভিন্ন চ্যানেলের বার্তা প্রধানরা নিজেদের সমস্যা তথ্য প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। তারা বলেন, গণমাধ্যমে এখন অস্থির সময় চলছে। মেধাবী শিক্ষার্থীরা সাংবাদিকতায় আসছে না।
এ পরিস্থিতি থেকে উত্তরণে তথ্য প্রতিমন্ত্রীর সহযোগিতা চান তারা।
এসব সমস্যা সমাধানে কাজ করা হবে বলে আশ্বস্ত করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। একই সঙ্গে তথ্য মন্ত্রণালয় কিংবা মন্ত্রী-প্রতিমন্ত্রী উপস্থিত থাকেন সেসব অনুষ্ঠান কাভারেজ দেওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
জিসিজি/জেডএস