বুধবার (১৬ অক্টোবর) খাগড়াছড়ির রামগড়ে নবনির্মিত থানা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জানা যায়, প্রায় ৭ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ ৪তলা বিশিষ্ট আধুনিক রামগড় থানা ভবন নির্মাণ করে।
থানা উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি জেলা পুলিশ আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন- শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আহমার উজ্জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এডি/এইচএডি