বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন ও কাওসার হোসেন তাদের এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ইব্রাহিম, মনির, হোসেন, জাভেদ, রুবেল, নাহর, মনির, সবুজ, বিল্লাল, বিপ্লব, জাকির ও হোসেন।
এছাড়াও ২ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়।
ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষার্থে মৎস্য বিভাগের তত্ত্বাবধানে পৃথক দু’টি টিম অভিযানে নামে। এ সময় মেঘনা ও তেঁতুলিয়া নদীর হাজিরহাট, ইলিশা ও ভেদুরিয়া পয়েন্ট থেকে কারেন্ট জালসহ ১২ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেকের এক বছর করে কারাদণ্ড দেন।
প্রজনন মৌসুম হওয়ায় ৯-৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
আরএ