বুধবার (১৬ অক্টোবর) সকাল থেকে দিনভর সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার চর সাপড়ী গ্রামের নওশাদের ছেলে সোলায়মান (৫০), পূর্ব মোহনপুর গ্রামের একলাসের ছেলে হাসান (১৯), বেলুটিয়া গ্রামের গোলাম মওলার ছেলে রজব আলী (২০), মোস্তাকের ছেলে মাহমুদুল (১৯), মহর উদ্দিন (৪৫), খলিশাকুড়া গ্রামের ছাত্তার আলীর ছেলে ইউনুস আলী (৩০), টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আফজালপুর গ্রামের লালন শেখ (৪২)।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, বুধবার ভোর ৬টা থেকে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ সদরের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়।
এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক এবং ৬০ হাজার মিটার ক্যারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে ১৪ দিন করে এবং ১ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দকরা ক্যারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এসএইচ