নওগাঁ: নওগাঁ সীমান্ত এলাকা থেকে ১১ লাখ ৩৯ হাজার টাকার ভারতীয় মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কড়িয়া বিওপির টহল কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৭৯ থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পারুইল এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় ভারতীয় গ্লোব গোল্ড বাংলিশ চুড়ি ৮৩০ জোড়া, ভারতীয় সিটি গোল্ড চুড়ি ২ হাজার ২শ’ ৮০ জোড়া, ৯টি ভারতীয় শাড়িসহ হিরো ২টি পুরাতন বাইসাইকেল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।
জব্দ মালামালগুলো হিলি শুল্ক অফিসে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।