বুধবার (১৬ অক্টোবর) র্যাব-৪ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মাদকবিক্রেতারা বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দিনাজপুরের হিলি থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে এমন গোপন খবর পেয়ে র্যাব-৪ এর একটি দল রাজধানীর দারুস সালাম থানার নিউ ধানসিঁড়ি রেস্টুরেন্টের সামনে অভিযান চালায়।
আটকরা পরষ্পরের যোগসাজসে দিনাজপুরের হিলি থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর দারুস সালাম ও গাবতলীর বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করতেন।
এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এমএমআই/আরআইএস/