বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার জয়পুরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। শিপু বগুড়া সদর উপজেলার জয়পুরপাড়া এলাকার মৃত সিদ্দিক হোসেনের ছেলে।
বগুড়া ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির পরিদর্শক শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, আটক শিপু রহমান দীর্ঘদিন যাবত এলাকায় চোলাই মদ বিক্রি করে আসছিলেন। পরে তাকে আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
কেইউএ/এবি/আরআইএস/