বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রেজাউল করিম জয়পুরহাট সদর উপজেলার বনখুর গ্রামের মৃত সায়েম উদ্দিনের ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খাঁন বাংলানিউজ জানান, বিকেলে রেজাউল করিম ভ্যান গাড়ি নিয়ে পুরানাপৈল বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হিলিগামী লিটন পরিবহন নামে একটি বাস ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে।
পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এসএইচ