বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ডিবিতে তদন্তাধীন মামলা দু’টির তদন্তভার র্যাবকে দেওয়া হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সম্রাটের বিরুদ্ধে রমনা থানায় দায়ের করা মাদক ও অস্ত্র মামলার তদন্ত করছিল ডিবি।
গত ৭ অক্টোবর সম্রাটের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করে র্যাব। সবার কাছে ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত তার দুই মামলায় ১০ দিনের রিমান্ড চলাকালীন বুধবার মামলার তদন্তভার র্যাবকে দেওয়া হলো।
বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
পিএম/এইচএ/