বুধবার (১৬ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে পৌরসভা এলাকার পরিচ্ছন্নতাকর্মীদের আত্মমর্যাদাশীল ও আর্থ-সামাজিক ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নেটওয়ার্কিং সভায় বক্তারা একথা বলেন।
বেসরকারি সংগঠন ‘কর্মজীবী নারী’র উদ্যোগে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক মিজানুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা শেখ ফজলুল করিম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র তালুকদার আব্দুল বাকি, কাউন্সিলর তানিয়া আক্তার, ফরিদপুর কুঠিবাড়ি ক্লিনার সমিতির সভাপতি রফিক শেখ, কর্মজীবী নারী বাগেরহাটের ফিল্ড ম্যানেজার মুক্তা আখতার, ফিল্ড ফ্যাসিলেটেটর রুবেল প্রমুখ।
‘কর্মজীবী নারী’ ১৯৯১ সাল থেকে বাংলাদেশের নারী শ্রমিকদের আইনগত সহায়তা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করছে। ২০১৮ সাল থেকে বাগেরহাট পৌরসভা এলাকার পরিচ্ছন্নতাকর্মীদের আত্মমর্যাদাশীল ও আর্থ-সামাজিক ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এবি/এইচএ/