ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ঘুষসহ সাব-রেজিস্ট্রি অফিসের দু’জন দুদকের হাতে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
নওগাঁয় ঘুষসহ সাব-রেজিস্ট্রি অফিসের দু’জন দুদকের হাতে আটক

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী ও নৈশপ্রহরী ঘুষের টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক হয়েছেন।

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সহকারী পরিচালক আল-আমিনসহ একটি টিম বুধবার (১৬ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে দু’জনকে আটক করে।  

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ঘুষ ও অনিয়মের ২৮ হাজার ৮৮৫ টাকা গণনাকালে সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী চকযদু গ্রামের আব্দুর রহিমের ছেলে রেজাউল ইসলাম (৫০) ও নৈশপ্রহরী চকপ্রসাদ গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে এনামুল হক (৪০) আটক হন।

 

এসময় অফিস সহকারী রেজাউল ইসলাম স্বীকার করেন, ঘুষের টাকার ভাগ সাব-রেজিস্ট্রার তাহাজ্জোদ আলীও নেন।

দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, অভিযানের দিন ধামইরহাট সাব-রেজিস্ট্রি অফিসে ২১টি দলিল সম্পাদন হয় এবং তার সরকারি ফি হিসাব অনুযায়ী ৯ হাজার ৪৮৫ টাকা কিন্তু সেখানে সরকারি ফি বাদে অতিরিক্ত ২৮ হাজার ৮৮৫ টাকা পাওয়া যায়। অফিস সহকারী ও নৈশপ্রহরী অনিয়ম করে এসব টাকা নিয়েছেন বলে স্বীকার করেন। সাব-রেজিস্ট্রারকেও আমরা নজরদারিতে রেখেছি। তদন্তে জড়িত পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।  

বাংলাদেশ সময়: ০৩২২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।