বুধবার (১৬ অক্টোবর) রাতে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার বেলা ১২টায় বিজিবির একটি দল শ্বশানঘাটা থেকে এক হাজার ১৩০ বোতল ফেনসিডিল মালিকবিহীন অবস্থায় জব্দ করে।
রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান ফেনসিডিল জব্দের বিষয়টির সত্যতা নিশ্চিত করে সীমান্তে সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এমএমআই/এইচএ/