ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

সোনামসজিদ সীমান্তে ১১৩০ বোতল ফেনসিডিল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
সোনামসজিদ সীমান্তে ১১৩০ বোতল ফেনসিডিল জব্দ

ঢাকা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার শ্বশানঘাটা থেকে এক হাজার ১৩০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ অক্টোবর) রাতে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার বেলা ১২টায় বিজিবির একটি দল শ্বশানঘাটা থেকে এক হাজার ১৩০ বোতল ফেনসিডিল মালিকবিহীন অবস্থায় জব্দ করে।

 

রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান ফেনসিডিল জব্দের বিষয়টির সত্যতা নিশ্চিত করে সীমান্তে সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।