ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুর সীমান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
দৌলতপুর সীমান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক রফিকুল আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোরে দৌলতপুর উপজেলার সীমান্ত পিলার ১৫৪/৫-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি টহলকালে পরিত্যক্ত অবস্থায় একটি চায়নিজ পিস্তল ও একটি ম্যাগজিনসহ পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, ম্যাজাজিন ও গুলি দৌলতপুর থানা পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।