শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাতড়া বিলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবিত স্থান পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকা নওগাঁ-১ সম্পর্কে বলেন, আগামী নির্বাচনের আগে তার এলাকার একটি রাস্তাও কাঁচা থাকবে না।
এসময় উপস্থিত ছিলেন- নওগাঁ-৩ (মহাদেবপুর বদলগাছী) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, নওগাঁ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা, ওসি তদন্ত হুমায়ন কবির, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খালেকুজ্জামান তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
আরএ