শুক্রবার (১৮ অক্টাবর) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সাব্বির রাণীগঞ্জের ইউনিয়নের একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।
স্থানীয়রা জানান, রাণীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের মজনু ও ইজাজুলের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এ নিয়ে বিকেলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হট্টগোল শুনে সাব্বির সেখানে যায়। তখন দু’পক্ষের সংঘর্ষের মধ্যে সে পড়ে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, সংঘর্ষের ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে।
রাণীগঞ্জ ইউপি সদস্য বজলু মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এনটি