ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

তুহিন হত্যা, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত রিপোর্ট দাখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৭, অক্টোবর ১৯, ২০১৯
তুহিন হত্যা, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত রিপোর্ট দাখিল

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়ায় চাঞ্চল্যকর শিশু তুহিন হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে ৫টায় তিনি কেজাউড়া গ্রামে যান।

তখন গ্রামবাসীর উদ্দেশে ডিআইজি কামরুল আহসান বলেন, এই নৃশংস শিশু হত্যার ঘটনা দেশবাসীকে কাঁদিয়েছে।

দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ আদালতে রিপোর্ট দাখিল করবে।

এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরস্পরের প্রতি সুসম্পর্ক বজায় রেখে একত্রে মিলেমিশে বসবাস করার জন্য গ্রামবাসীকে আহ্বান জানান তিনি। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে ব্যাপারে গ্রামের লোকদের সতর্ক করে ডিআইজি কামরুল আহসান।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন- সিলেট রেঞ্চের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, পুলিশ সুপার নুরুল ইসলাম, সুনামগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।