ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে মাদক চোরাকারবারিদের হামলায় ৬ পুলিশ আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
সিলেটে মাদক চোরাকারবারিদের হামলায় ৬ পুলিশ আহত

সিলেট: সিলেটের জৈন্তাপুরে মাদক চোরাকারবারিদের হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম পাওয়া যায়নি।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমান্তবর্তী সাইট্রাস গবেষণা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জৈন্তাপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদে সাইট্রাস গবেষণা কেন্দ্রে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ চার মাদক চোরাকারবারিকে আটক করে।

তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টায় অন্য মাদক চোরাকারাবারিরা পুলিশের ওপর হামলা করে। এতে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

খবর পেয়ে জৈন্তাপুর থানা থেকে পুলিশের আরও কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে হামলা প্রতিহত করতে শর্টগানের গুলি ছোড়ে।

জৈন্তাপুর থানার সেকেন্ড অফিসার ইন্দ্রনীল ভট্টাচার্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের টহল টিম মাদক কারবারিদের আটককালে হামলার ঘটনা ঘটে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।  

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তবে আটকদের শেষ পর্যন্ত থানায় নিয়ে আসতে সক্ষম হয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।