শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমান্তবর্তী সাইট্রাস গবেষণা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জৈন্তাপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদে সাইট্রাস গবেষণা কেন্দ্রে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ চার মাদক চোরাকারবারিকে আটক করে।
খবর পেয়ে জৈন্তাপুর থানা থেকে পুলিশের আরও কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে হামলা প্রতিহত করতে শর্টগানের গুলি ছোড়ে।
জৈন্তাপুর থানার সেকেন্ড অফিসার ইন্দ্রনীল ভট্টাচার্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের টহল টিম মাদক কারবারিদের আটককালে হামলার ঘটনা ঘটে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তবে আটকদের শেষ পর্যন্ত থানায় নিয়ে আসতে সক্ষম হয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এনইউ/এএ