শুক্রবার (১৮ অক্টোবর) দিনগত রাত ১২টায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।
তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে ট্রাকটিকে বেইলি ব্রিজ থেকে অপসারণ করা হয়েছে।
এরআগে রাত ৮টার দিকে বরিশাল থেকে পটুয়াখালীগামী কাঠবোঝাই একটি ট্রাক ব্রিজটি অতিক্রম করতে গিয়ে আটকে যায়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলাধীন বোয়ালিয়া বাজার সংলগ্ন ব্রিজটি অতিক্রমকালে ট্রাকের পেছনের বামপাশের চাকা খাদে আটকে পড়ে। ট্রাকটি ব্রিজের উপর আটকে গেলে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, বেইলি ব্রিজটি বহু পুরাতন হওয়ায় প্রায়ই ভারী যানবাহন আটকে পড়ার ঘটনা ঘটছে। তবে পাশেই নতুন একটি কংক্রিটের ব্রিজ তৈর করা হয়েছে। যার সংযোগ সড়কের কাজ শেষ হলে ব্রিজটি ব্যবহার উপযোগী হবে।
বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এমএস/এমআইএইচ/এএ