নিহত দুই শিশুর নাম মিরাজ (৭) ও অয়ন (৫)। তারা দু’জনই আপন চাচাতো ভাই।
এলাকাবাসীরা জানান, উপজেলার বন্দর ইউনিয়নের ভেঁজেরগাঁও গ্রামের আল-আমিন মিয়ার ছেলে মিরাজ ও আল-আমিন মিয়ার ছোট ভাই আলমগীর মিয়ার ছেলে অয়ন সকাল ১০টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়।
ওই দুই শিশু গোসল করতে গিয়ে ২-৩ ঘণ্টা পরও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন পুকুরে খুঁজতে থাকেন। এসময় পুকুরের পানির নিচ থেকে দুই শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর জানতে পেরেছি। তবে পরিবারের কেউ আমাদের জানাননি।
বাংলাদেশ সময়: ০৩৪৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এমআইএইচ/এএ