শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ধামরাইয়ের জয়পুরা এলাকার একটি সড়কের পাশে থেকে অজ্ঞাত পরিচয় এ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
পরিহিত পোশাক দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি নিরাপত্তাকর্মী হিসেবে কোনো প্রতিষ্ঠানের কাজ করতেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্রা সাহা বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে মরদেহ ফেলে গেছে। মাথায় গুরুতর জখম ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে উদ্ধার করা হয়েছে নিহতের মরদেহ।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এমআইএইচ/এএ