শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তালতলা পাইকপাড়া গ্রামের পচা পাটোয়ারীর পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আমজাদ উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তালতলা পাইকপাড়া গ্রামের পচা পাটোয়ারীর পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কষ্ণ কুমার সরকার বাংলানিউজকে জানান, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে পরিবারের লোকজনের দাবি, আমজাদ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তাকে শুক্রবার (১৮ অক্টোবর) রাত থেকে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এফইএস/আরবি/