শনিবার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর সদর উপজেলার উথরাইল মোল্লাপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরিফুল ইসলাম উথরাইল শৈলগাড়ী গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে এবং শালকী মাদ্রাসার সহকারী শিক্ষক।
পুলিশ জানায়, সকালে বাড়ির একটি ঘরে ঝুলন্ত অবস্থায় স্বামী আরিফুল ইসলামের মরদেহ দেখে চিৎকার দেন তার স্ত্রী। তখন স্থানীয়রা এগিয়ে গিয়ে বিষয়টি দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরিফুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
দিনাজপুর কোতয়ালী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বাংলানিউজকে জানান, এ ব্যাপারে ইউডি মামলা দায়ের হয়েছে। স্বামী এবং স্ত্রী দু’জনই শিক্ষকতা পেশায় থাকলেও স্বামীর বেতন হয়নি। এ নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এনটি