শনিবার (১৯ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। ভোলা মগবাজারের এলাকার একটি ওয়ার্কশপে কাজ করতেন।
ভোলার ভাতিজা হরি গোপাল জানান, ভোলা ঢাকার কেরানীগঞ্জের খাগাইল এলাকায় নিজ বাড়িতে থাকতেন ও মগবাজার এলাকার একটি ওয়ার্কশপে কাজ করতেন। তার বাবার নাম মেঘালয় সরকার। সকালে বড় মগবাজার এলাকায় যাত্রীবাহী বাসচাপায় ভোলা গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনটায় তার মৃত্যু হয়।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব কুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, সকালে বড় মগবাজার এলাকা দিয়ে ভোলা বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় গাজীপুর পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসচাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় বাসটি জব্দ করাসহ চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই বিপ্লব।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এজেডএস/আরআইএস/