শুক্রবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতারের পর শনিবার (১৯ অক্টোবর) বিকেলে সুশান্তকে আদালতে পাঠায় পুলিশ।
সুশান্ত উলুকান্দী গ্রামের প্রদীপ সাহার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সাল থেকে সুশান্তর সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের সুবাদে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন দু’জন। এক পর্যায়ে অনিচ্ছা সত্ত্বেও ওই ছাত্রীর আপত্তিকর ছবি তোলেন সুশান্ত। এরপর তিনি সেই ছবি বন্ধু-বান্ধবমহলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছাত্রীর কাছে আরও আপত্তিকর ছবি-ভিডিও চান। সেই ছাত্রী তাকে এমন ছবি তুলে দিলে এবার সুশান্ত শারীরিক সম্পর্কের জন্য চাপ দিতে থাকেন। এতে সেই ছাত্রী অস্বীকৃতি জানান। এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে র্যাব-১১ কে জানান, পরে র্যাব সুশান্তকে গ্রেফতার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, আসামিকে শনিবার নারায়ণগঞ্জ আদালতে তোলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এইচএ/