দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- সিদ্দিক হাওলাদার, রানা তালুকদার ও ইমতিয়াজ সিকদার।
শনিবার (১৯ অক্টোবর) ভোরে সুগন্ধা নদীতে যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী জেলেদের মধ্যে সিদ্দিক হাওলাদারকে এক বছর এবং রানা ও ইমতিয়াজকে এক মাসের কারাদণ্ড দেন। এসময় জেলা মৎস কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুছা ও মো. তাছবীর হোসেন উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী বাংলানিউজকে জানান, অভিযানে এক মণ ইলিশ ও পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলো জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
আগামী ৩০ অক্টোবর পর্যন্ত জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বশির গাজী।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এমএস/এবি/ওএইচ/