ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে চাপাতির আঘাতে গুরুতর আহত অটোরিকশাচালক

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
শ্রীমঙ্গলে চাপাতির আঘাতে গুরুতর আহত অটোরিকশাচালক প্রতীকী ছবি

মৌলভীবাজার: শ্রীমঙ্গলে চাপাতির আঘাতে গুরুতর আহত হয়েছেন মিনহাজ চৌধুরী (২৬) নামের এক অটোরিকশাচালক।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের কালিঘাট রিকশা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অটোরিকশাচালক মিনহাজ চৌধুরী (২৬) শহরের কোর্ট রোড এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে শ্যামলী এলাকার কার ড্রাইভার ফয়েজ মিয়া ধারালো চাপাতি নিয়ে মিনহাজের ওপর ঝাঁপিয়ে পড়ে। মিনহাজকে কুপিয়ে আহত করার পর ফয়েজ পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মিনহাজকে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুস সোবহান বলেন, আহত মিনহাজের অবস্থা খুবই নাজুক। সিরিয়াস ইনজুরড সে। এ কারণে আমরা তাকে সদর হাসপাতালে পাঠিয়েছি।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক জানান, এ ঘটনায় ফয়েজ মিয়াকে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
বিবিবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।