বরিশাল: ‘বধিরগণ সামাজিক টেকসেই উন্নয়নের অংশীদার’ প্রতিপাদ্য সামনে রেখে বরিশালে মূক বধির সংঘের উদ্যোগে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচির আয়োজন করে বরিশাল মূক বধির সংঘ।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সমাজসেবা অধিদফতর বরিশালের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন বধির সংগঠনের সহ-সভাপতি সম্পাদক মো. কাজল, সাধারণ সম্পাদক আবু সুপিয়ান, প্রচার সম্পাদক নওসাদ মিয়া, কোষাধাক্ষ রাজিব হাসান,ক্রিয়া সম্পাদক সুমন খান প্রমুখ।
কর্মসূচি থেকে উপযুক্ত কর্মসংস্থান, যোগ্যতা অনুযায়ী চাকরি নিশ্চিতকরণ, ভাতা দেওয়া ও বাড়ানোসহ সাত দফা দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এমএস/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।