শনিবার (১৯ অক্টোবর) বেলা আড়াইটার দিকে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের সদস্যরা (র্যাব) অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আটক ছলিম (৪২) কুতুপালংয়ের দুই নম্বর রোহিঙ্গা শিবিরের ব্লক-২’র মৃত করিম উদ্দিনের ছেলে।
র্যাব-১৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ মেহাম্মদ শেখ সাদি বাংলানিউজকে জানান, উখিয়ার টিভি রিলে সেন্টারের পাশে মাদক বেচাকেনার জন্য কয়েকজন ইয়াবাবিক্রেতা জড়ো হয়েছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সাত হাজার ৭৪৫ পিস ইয়াবাসহ ছলিম নামে ওই রোহিঙ্গাকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ছলিমকে থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এসবি/এসএ