শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে দুই বিভাগে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়।
সামাজিক পরিবর্তনে যুব নেতৃত্ব বিভাগে পুরস্কৃত হয়েছেন- জাহিদুর রহমান (সমকাল), ফাহিম রেজা শোভন (ঢাকা ট্রিবিউন) ও ম্যাথিউস চিরান (ডেইলি স্টার)।
অনুষ্ঠানে অ্যাকশনএইড প্রবর্তিত যুব সাংবাদিকদের ফেলোশিপ বিজয়ীদের নামও ঘোষণা করা হয়। তারা হলেন- জাহিদুর রহমান (সমকাল), রাসেল আহসান হাবীব (ডেইলি স্টার), ফারহানা হক নীলা (মোহনা টেলিভিশন), হরিপদ সাহা (সময় টেলিভিশন) এবং মোসাব্বির হোসেন (প্রথম আলো)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিচারকমণ্ডলীর প্রধান ও সাবেক প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, বিশেষ অতিথি ছিলেন ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিচারকমণ্ডলীর সদস্য ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ, নিউজটোয়েন্টিফোরের সিনিয়র এডিটর বোরহানুল হক সম্রাট, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ এবং প্রথম আলোর মুনির হাসান।
মুরাদ হাসান বলেন, আজকের যুবকরা আমাদের ভবিষ্যত। তারাই স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবেন। তাদের মুখের দিকে তাকিয়ে আমরা স্বপ্ন দেখি। তাদের চোখে আগামীর বাংলাদেশ দেখি।
যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নিজেকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে। এর জন্য পড়তে হবে, শিখতে হবে এবং জানতে হবে।
গোলাম রহমান বলেন, এ প্রতিযোগিতার জন্য অনেক ভালো প্রতিবেদন জমা পড়েছিল। তবে পত্রিকার রিপোর্টগুলোতে বেশ দুর্বলতা ছিল। অনেক প্রতিবেদনই ছিল ‘টেবিল রিপোর্ট’। মানে ঘরে বসে তৈরি করা। সেই হিসেবে এবার টেলিভিশনের রিপোর্টের মান অনেক ভালো ছিল।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
ডিএন/এসএ