শনিবার (১৯ অক্টোবর) ভোরে উপজেলার আসলামপুর ইউনিয়নের গোদেজাবাগ গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।
বিকেলে তাকে চরফ্যাশন আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর বাবা এবং মা দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। মেয়েকে দিয়েও তারা ইয়াবা বিক্রি করতো।
চরফ্যাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশেরর একটি দল গোদেজাবাগ এলাকার মাদক ব্যবসায়ী সোহাগে বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগ ও তার স্ত্রী পালিয়ে যায়। পুলিশ তাদের ঘর তল্লাশি চালিয়ে আলমারী থেকে ৮২৫ পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে মাদক আইনে চরফ্যাশনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ইয়াবাসহ স্কুলছাত্রী আটক হওয়ায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এসএইচ