খাদিজা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের রাণীবাড়ি গ্রামের হতদরিদ্র দিনমজুর জালাল উদ্দিন ও জোসনা বেগমের মেয়ে। সাত সন্তানের মধ্যে খাদিজা তৃতীয়।
দিনমজুর জালাল বাংলানিউজকে বলেন, সংসার চালানো যেখানে দায়, সেখানে মেয়ের লেখাপড়ার খরচ আমার কাছে দুঃস্বপ্ন। তবে স্বপ্ন দেখি আমার মেয়ে ডাক্তার হবে। ভর্তির সময় শেষ হতে চলছে টাকার অভাবে মেয়েকে ভর্তি করাতে পারছি না।
খাদিজা ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী। তিনি পিইসি পরীক্ষাসহ সব পাবলিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন। ছোট থেকেই তার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। স্বপ্ন পূরণের জন্য তিনি অধিকাংশ সময়ই লেখাপড়ার পেছনে ব্যয় করেছেন। কিন্তু এখনো পর্যন্ত তিনি মেডিক্যালে ভর্তির টাকা জোগাড় করতে পারেননি। স্বপ্ন পূরণের এতো কাছে এসেও টাকার অভাবে স্বপ্ন ভেঙে যাবে তা মেনে নিতে পারছেন না খাদিজা। এজন্য স্বপ্ন পূরণে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
সহযোগিতা করার জন্য আগ্রহীরা ০১৭৯৪৬৫৮৫৮৯৮ ও ০১৭৮০৫৯৭৫৩৫ নম্বরে যোগাযোগ করতে পারেন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ১৯,২০১৯
এসবি/এফএম/এনটি