ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জকিগঞ্জে মেছো বাঘ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
জকিগঞ্জে মেছো বাঘ উদ্ধার

সিলেট: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে ফাঁদ পেতে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) ভোরে উপজেলার বারহাল ইউনিয়নের নিদনপুর গ্রামের ফখর উদ্দিনের বাড়ি থেকে বাঘটি উদ্ধার করেন গ্রামবাসী।

ফখর উদ্দিনের জানান, কিছুদিন যাবত মেছো বাঘটি হাঁস, মুরগি খেয়ে আসছিল।

তাই শুক্রবার (১৮ অক্টোবর) রাতে ফাঁদ পেতে রাখা হলে তাতে আটকা পড়ে মেছো বাঘটি। বিষয়টি তারা উপজেলা প্রশাসনকে জানিয়েছেন।

এ ব্যাপারে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ বাংলানিউজকে বলেন, বনবিভাগের লোকজনকে জানানোর পর তারা মেছো বাঘটি উদ্ধার করে সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।