শনিবার (১৯ অক্টোবর) ভোরে উপজেলার বারহাল ইউনিয়নের নিদনপুর গ্রামের ফখর উদ্দিনের বাড়ি থেকে বাঘটি উদ্ধার করেন গ্রামবাসী।
ফখর উদ্দিনের জানান, কিছুদিন যাবত মেছো বাঘটি হাঁস, মুরগি খেয়ে আসছিল।
এ ব্যাপারে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ বাংলানিউজকে বলেন, বনবিভাগের লোকজনকে জানানোর পর তারা মেছো বাঘটি উদ্ধার করে সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করেছেন।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এনইউ/ওএইচ/