শনিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উলিয়া-মাহমুদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহীন উপজেলার সাপধরী ইউনিয়নের উলিয়া থেকে ফকিরপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে।
সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বাংলানিউজকে জানান, উলিয়া থেকে ধানের বস্তা বোঝাই একটি মাহিন্দ্রা মাহমুদপুর বাজারের উদ্দেশে যাচ্ছিল। মাহিন্দ্রাটি মাহমুদপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চালক শাহীন ঘটনাস্থলেই মারা যান।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এনটি