ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকচাপায় ডিজিএফআইয়ের মাঠকর্মী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
ট্রাকচাপায় ডিজিএফআইয়ের মাঠকর্মী নিহত ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-বগুড়া জেলার সীমান্তবর্তী এলাকায় ট্রাকচাপায় করপোরেল রবিউল ইসলাম (৩৭) নামে ডিজিএফআইয়ের (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) এক মাঠকর্মী নিহত হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) রাতে বগুড়ার শেরপুর উপজেলার ধনকুন্ঠী পেন্টাগন হাইওয়ে রেস্টুরেন্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম রাজবাড়ী জেলা সদরের ডাউকি গ্রামের আবুল হামিদ খানের ছেলে।

তিনি ডিজিএফআই বগুড়া অঞ্চলের মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

সিরাজগঞ্জের রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেট অফিসার আহসান হাবিব বাংলানিউজকে বলেন, রবিউল ছুটি শেষে রাজবাড়ী থেকে মোটরসাইকেলে করে বগুড়ার কর্মস্থলে ফিরছিলেন। তিনি ধনকুন্ঠী এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা তার মরদেহ উদ্ধার করে নন্দীগ্রাম হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, অক্টোবর ১৯ ২০১৯
টিএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।