ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকের ধাক্কায় নবদম্পতি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
ট্রাকের ধাক্কায় নবদম্পতি নিহত নবদম্পতির মরদেহ, ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা নবদম্পতি নিহত হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পারুলিয়া ঘুণ্টির বাজারের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ সিন্দুর্নার মোশার চৌপুতি এলাকার আব্দুস সোবহানের ছেলে গোলাম মোস্তফা (৩২) ও তার স্ত্রী রাহিলা বেগম (১৯)।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম সিদ্দিকি বাংলানিউজকে বলেন, স্বামী গোলাম মোস্তফাসহ বাবার বাড়ি পশ্চিম বিছনদৈ এলাকায় দাওয়াত খেয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন নববধু রাহিলা বেগম। পথে ঘুণ্টিবাজারের বটতলা এলাকায় একটি ট্রাক তাদের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান এই নবদম্পতি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।