ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে ৪০০ বস্তা সরকারি চাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
কালিয়াকৈরে ৪০০ বস্তা সরকারি চাল জব্দ

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মাকিশবাথান এলাকায় অভিযান চালিয়ে একটি মিল থেকে খাদ্যবান্ধব কর্মসূচির (সরকারি) বিপুল পরিমাণ চাল জব্দ করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন।

রোববার (২০ অক্টোবর) রাতে স্থানীয় একটি মিল থেকে ৩০ কেজি ওজনের ৪০০ বস্তা চাল জব্দ করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মজুমদার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাকিশবাথান এলাকায় অভিযান চালানো হয়।

পরে ওই এলাকায় আসাদ কালার শর্টার মিল থেকে খাদ্যবান্ধব কর্মসূচির (সরকারি) ৪০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। এঘটনায় মিল মালিকপক্ষের কাউকে আটক করা যায়নি। তবে কয়েকজন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এব্যাপারে কালিয়াকৈর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী হাফিজুল আমীন জানান, বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়েছে। তবে চালগুলো কোথায় থেকে ওই মিলে নেওয়া হয়েছে তা জানা যায়নি। এব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯ 
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।