সোমবার (২১ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আলামিন বাউনী এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে বাউনী এলাকায় বাড়ির পাশে কাঁঠাল গাছের সঙ্গে আলামিনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। আলামিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
আরএস/আরবি/