অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সোমবার (২১ অক্টোবর) সমন্বিত জেলা কার্যালয় (সজেকা), ঢাকায় এসব মামলা করা হয়। দুদক আইন ২০১৪ এর ২৭ (১) ধারা অনুযায়ী, তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
দুদক সূত্র জানায়, প্রায় ২৯৭ কোটি টাকা অবৈধ সম্পদের খোঁজ পাওয়ায় জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। পরস্পর যোগসাজশে এই অবৈধ সম্পদ অর্জন করায় তাদের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।
আর যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে মামলা হয়েছে পাঁচ কোটি ৫৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের ঘটনায়। এ মামলার বাদী হয়েছেন দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।
এ বিষয়ে সোমবার বিকেলে সাংবাদিকদের ব্রিফ করেন দুদক সচিব মুহাম্মদ দিলওয়ার বখ্ত। তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে জি কে শামীম, তার মা আয়েশা আক্তার ও খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের এসব তথ্য পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতেই মামলা দুটি করা হয়েছে। অনুসন্ধানও চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯/আপডেট: ১৫৫৫ ঘণ্টা
ডিএন/এইচএ/এমএ