সোমবার (২১ অক্টোবর) দুপুরে দক্ষিণ সুরমার আলমপুর এলাকার সিলেট-বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কে এ ঘটনা ঘট।
এ ঘটনায় জহুরা বেগম নামে এক নারী আহত হলেও বাকিরা অক্ষত আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ানীবাজার উপজেলা সদর থেকে যাত্রী নিয়ে বাসটি (সিলেট জ ১১-০৫৮০) সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছামাত্র বাসে আগুণ ধরে যায়। এসময় বাস থেকে বের হতে গিয়ে জহুরা বেগম নামে এক নারী আহত হন।
সিলেট নগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে বলেন, বাসে ব্যাটারি শর্ট হয়ে আগুন ধরেছে। তাৎক্ষণিকভাবেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনীর দক্ষিণ সুরমা ইউনিটের সদস্যরা। বাসটি আলমপুর ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এনইউ/ওএইচ/