ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে চলন্ত বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
সিলেটে চলন্ত বাসে আগুন

সিলেট: সিলেটে চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন অন্তত ৪০ যাত্রী।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে দক্ষিণ সুরমার আলমপুর এলাকার সিলেট-বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কে এ ঘটনা ঘট।

এ ঘটনায় জহুরা বেগম নামে এক নারী আহত হলেও বাকিরা অক্ষত আছেন।

জহুরা বেগম রংপুর জেলার পীরগঞ্জ থানার শাহ মিয়ার স্ত্রী। তিনি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ানীবাজার উপজেলা সদর থেকে যাত্রী নিয়ে বাসটি (সিলেট জ ১১-০৫৮০) সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছামাত্র বাসে আগুণ ধরে যায়। এসময় বাস থেকে বের হতে গিয়ে জহুরা বেগম নামে এক নারী আহত হন।  

সিলেট নগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে বলেন, বাসে ব্যাটারি শর্ট হয়ে আগুন ধরেছে। তাৎক্ষণিকভাবেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনীর দক্ষিণ সুরমা ইউনিটের সদস্যরা। বাসটি আলমপুর ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।