ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে ভারতে ঢুকতে গিয়ে আটক দুই নাইজেরিয়ান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
অবৈধভাবে ভারতে ঢুকতে গিয়ে আটক দুই নাইজেরিয়ান

ব্রাহ্মণবাড়িয়া: অবৈধভাবে পাশ্ববর্তী দেশ ভারতে প্রবেশ করার সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্ত থেকে নাইজেরিয়ান দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (২১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার নলগরিয়া এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন- ডানিয়েল চিকামছো চুকয়ু (২৭) ও চিগোজি জোসেফাত আপোতাজি (২৬)।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে  সিঙ্গারবিল সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা নলগরিয়া এলাকা থেকে ওই দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করে। আটক দুইজনকে বিজয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।