ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শিশু অধিকার সুরক্ষায় কেন্দ্রীয় খেলাঘরের ১০ দফা কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
শিশু অধিকার সুরক্ষায় কেন্দ্রীয় খেলাঘরের ১০ দফা কর্মসূচি

ঢাকা: শিশু অধিকার সুরক্ষায় ১০ দফা কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। বছরজুড়ে এসব কর্মসূচি আঞ্চলিক, জেলা, মহানগর ও শাখা আসরের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এছাড়া সাংগঠনিক কার্যক্রম বাড়াতে সম্পাদকমণ্ডলীর ১৯টি বিভাগ গঠনসহ সারা দেশকে ১১টি জোনে ভাগ করে জোনাল সমন্বয়কারীদের নাম চূড়ান্ত করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর নয়া পল্টন কমিউনিটি সেন্টারে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভায় নেওয়া কর্মসূচির অনুমোদন দেন সংগঠকরা। এতে সারাদেশের সংগঠনের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

খেলাঘর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘোষিত আগামী দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- দেশজুড়ে অব্যাহত শিশু নির্যাতন, শিশুর প্রতি নির্মমতা, অপহরণ-পাচার-বাল্যবিবাহ, শিশু ধর্ষণসহ সব ধরনের নিপীড়নের তথ্য সংগ্রহ করে সরকারের পাশাপাশি গণমাধ্যমে তুলে ধরতে কেন্দ্রীয়ভাবে শিশু নির্যাতন মনিটরিং সেল গঠন করা হবে। পাশাপাশি অটিজম, কিশোর অপরাধ, শিশুশ্রম, পথশিশু-অনাথ শিশুদের নিয়ে খেলাঘরের নিজস্ব তথ্যভান্ডার গড়ে তোলা হবে। এছাড়া শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ও গ্যাং কালচার বন্ধে অভিভাবক সমাবেশের আয়োজন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সাহিত্যচর্চার মধ্য দিয়ে শিশুদের মনোজগতের বিকাশ, আদর্শ ও নৈতিকতার চর্চা বাড়াতে প্রতিটি শাখা আসরের উদ্যোগে সাহিত্য বাসর, শিশু সাহিত্য সম্মেলন, শিশু সাহিত্য হিসেবে কোন কোন লেখা পাঠ্যসূচিতে রাখা যায় সে বিষয়ে সুপারিশ তৈরি, দেয়াল পত্রিকা প্রকাশ, বই পড়া, ২০২০ সালে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন, শিশু পার্লামেন্ট, বিজ্ঞান অলিম্পিয়াড, শিশু নাট্য উৎসব, আন্তর্জাতিক পর্যায়ে বন্ধুপ্রতীম শিশু সংগঠনগুলোর সঙ্গে নীবিড় সম্পর্ক গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় কমিটির বৈঠকে।

বৈঠকে প্রতিটি জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড করা, স্কুল পর্যায়ে মুক্তিযুদ্ধের গল্পের আয়োজন, চর-বস্তি-হাওর-পাহাড়-উপজাতি-উপকূলের শিশুদের সমস্যা চিহ্নিত করা, রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের ব্যবহার না করাসহ আরও বেশকিছু পরিকল্পনা তুলে ধরেন সংগঠকরা।

খেলাঘর সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় অতিথি ছিলেন শিশু একাডেমির পরিচালক ও বিশিষ্ট ছড়াকার আনজীর লিটন। এছাড়া বক্তব্য রাখেন- অধ্যাপক নিরঞ্জন অধিকারী, অধ্যাপক প্রণয় সাহা, আবদুল মতিন ভূঁইয়া, কামাল চৌধুরী, হান্নান চৌধুরী, নাজমুল আহসান অপু, ইমাম হোসেন ঠাণ্ডু, চিত্ত রঞ্জন শীল, সাহাবুল ইসলাম বাবু, সিজার মল্লিক, আশীষ সেন, মাখন লাল দাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
টিআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।