শুক্রবার (২৫ অক্টোবর) ফেনীর পরশুরামে বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপুর নামে একটি কমিউনিটি সেন্টারের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলাউদ্দিন আহম্মেদ বলেন, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা শেখ হাসিনার সঙ্গে আছেন।
এ সময় বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আহমেদ মজুমদার মীরু ও সাবেক ডিপুটি কমান্ডার কামাল উদ্দিন মোনাজাত।
অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযুদ্ধকালীন থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাওলানা আজিজুল হক মজুমদার। এতে সভাপতিত্ব করেন নুরুল আলম মজুমদার মহি।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এসএইচডি/টিএ