ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু জ্বরে ১২ ঘণ্টার ব্যবধানে তালায় দুই ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
ডেঙ্গু জ্বরে ১২ ঘণ্টার ব্যবধানে তালায় দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরার তালা উপজেলায় আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোর রাতে খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলামের (৫৫) মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার ছোট ভাই সাত্তার গাজী (৫২)।

তাদের বাড়ি উপজেলার চরকানাইদিয়া গ্রামে।  

স্থানীয় জালালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মফিদুল হক লিটু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।