ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
ভালুকায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার ভালুকায় নাশকতার অভিযোগ এনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলমসহ ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলঅ করেছে পুলিশ। 

মামলায় ২০জনের নামউল্লেখ ছাড়া আরও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে এ মামলা দায়ের করা হয়।

 মামলায় ৪ জনকে গ্রেফতারও দেখানো হয়েছে।  

গ্রেফতাররা হলেন- যুবদল নেতা আকমল খান, স্বেচ্ছাসেবক দল নেতা শামসুল হুদা বাবুল, শ্রমিক দল নেতা সফিকুল ইসলাম ও ছাত্রদল নেতা এস এম ফিরোজ আহমেদ।  

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বাংলানিউজকে জানান, বিকেলে উপজেলার মেদিলা গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত পাঠানের মাছের খামারে বিএনপির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপির নেতাকর্মীরা ভাঙচুর চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। পরে সেখান থেকে চারজনকে আটক করা হয়। রাতে এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।  

আর আটকদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।