শনিবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার পারিল খুয়ামুড়ি এলাকার একটি ধান ক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
হাসিনা বেগম সিংগাইর উপজেলার পারিল খুয়ামুড়ি এলাকার কৃষক আব্দুর রহমানের স্ত্রী।
সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বাংলানিউজকে বলেন, শুক্রবার সন্ধ্যার পরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হাসিনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজ করতে থাকেন।
পরে শনিবার ভোর ৩টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি ধান ক্ষেত থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
আরএ