শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজ চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন- রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন- রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।
এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, দেশবরেণ্য শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন।
রাবিসাস ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত দেশের প্রথম বিশ্ববিদ্যালয় ছাত্র-সাংবাদিকদের সংগঠন। গত ৫০ বছরে রাবিসাসের সাবেক সদস্যদের অনেকেই দেশ-বিদেশে বিভিন্ন গণমাধ্যমের নানা শাখায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অনেকে প্রশাসনসহ বিভিন্ন স্তরে উচ্চ অবস্থানে থেকে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
আরএ